মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি নাসিম আউট : সাদ্দাম ইন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএসএম সাইদুল রাজ্জাককে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)’র উপসলিসিটর (জিপি-পিপি) মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন মারফত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পিপি পল্লব ভট্টাচার্যের নিয়োগ বাতিল করে গত বছর ১৮ নভেম্বর আবু সালে মো. নাসিমকে পি পি হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রায় আড়াইমাস পর আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করে এএসএম সাইদুল রাজ্জাককে পিপি হিসেবে নিয়োগ দেয়া হলো। একই সাথে এডভোকেট নার্গিস সুলতানাকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা শালিকা গ্রামের জহিরুল হামিদের ছেলে এ এস সাইদুর রাজ্জাক ২০০৪ সালের ৩০ জুন মেহেরপুর জেলায় আইনজীবী সমিতিতে যোগদান করেন। অপরদিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার কমরুদ্দিনের মেয়ে নার্গিস সুলতানা ২০০২ সালের ৯ এপ্রিল আইন পেশায় যোগদান করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More