চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৩ তম জাতীয় অন্তঃস্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৩ তম জাতীয় অন্তঃস্কুল-মাদরাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ। জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও সদর উপজেলার পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, ক্রীড়া পতাকা উত্তোলন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও সদর উপজেলার পতাকা উত্তোলন করেন একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। এরপর দিনব্যাপী চলে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টায় সকল ইভেন্টের প্রতিযোগিতা শেষে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ও প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও একাডেমিক সুপার ভাইজার সোহেল আহাম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সাকিব বিশ্বাস, সদর উপজেলা শাখার সদস্য সচিব ফাহিম উদ্দিন মুভিন। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ বলেন, ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ তারুণ্যের এই সেøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সকল ক্ষেত্রে পজেটিভ ধারণা মনে প্রাণে ধারণ করতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করলে শরীর ও মন যেমন সুস্থ থাকে, তেমনি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ডা. মানি মন্ডল, দৈনিক প্রথম আলো সাংবাদিক শাহ আলম সানি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, সোহেল আহাম্মেদ মালিক সুজনসহ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ এবং সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। ৫দিনব্যাপী অনুষ্ঠিত সদর উপজেলার ৫৩তম জাতীয় আন্তঃস্কুল মাদরাসার বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। বালক ক্রিকেট প্রতিযোগিতায় সদর উপজেলা চ্যম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, ক্রিকেট বালিকায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালক ভলিবলে ডিঙ্গেদহ দাখিল মাদরাসা ও বালিকা ভলিবলে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও চুয়াডাঙ্গা কামিল মাদরাসার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা রকিবুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More