স্টাফ রিপোর্টার: দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের প্রয়াত হেলপার আব্দুর রাজ্জাকের পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি এম জেনারেল ইসলাম, সহসভাপতি মুছা করিম ঠান্ডু, তারিক হোসেন, রফিকুজ্জামান রানা, সাধারণ সম্পাদক রিপন ম-ল, যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম নান্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টু, কার্য্যনির্বাহী সদস্য ইদ্রিস আলী, মেহেদী হাসান, সাগর আলী, আমিরুল ইসলাম, হাসান বড়ো, দর্শনা শাখা কার্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.