কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো হানিফের বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হানিফের কুষ্টিয়া পিটিআই সড়কের বাড়িতে বুলডোজার নিয়ে এসে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের দিনে হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ বাড়িটির দেয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না। এ সময় উপস্থিত ছাত্র-জনতা জানায়, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে? আমরা আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চাই না! এদিকে হানিফের বাড়ি ভাঙচুরের পরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের কদমতলা মোড়ের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় তার বিলাসবহুল সাততলা বাড়ির সামনে মশাল মিছিল করে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More