স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা এলজিইডি’র হিসাব সহকারী সাব্বিরের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আইনী সহায়তা চেয়ে আবেদন করেছেন দুই নারী। অভিযুক্ত সাব্বির আহমেদ (৩০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের এনায়েত আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ প্রায় ২ মাস আগে শ্বশুরকূলের নিকট আত্মীয়কে ধর্ষণ করে। বিষয়টি মানসম্মানের ভয়ে সে সময় মুখ খুলেনি। এবার এক নারী নির্যাতনের কারণে বিষয়টি সামনে এসেছে। এ সব ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ও অডিও রেকর্ডিং রয়েছে। থানায় মামলা না নেয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আইনী সহায়তা চেয়ে পৃথক দুটি আবেদন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার জানান, যেহেতু থানায় মামলা নেয়নি। সেই কারণে আদালতে মামলা দায়েরসহ তাদের যাবতীয় আইনী সহায়তা দেয়া হবে। আজ বৃহস্পতিবার আদালতে সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ মামলার সার্বিক সহযোগিতা করবে মানবতা ফাউন্ডেশন। তিনি আরও জানান, সাব্বিরের বিরুদ্ধে শুধু এ দুটি অভিযোগ নয়, এর আগে আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়ার এক নারীকেও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ওই নারী মানবতা ফাউন্ডেশনের মানবাধিকার রক্ষা সেলে অভিযোগ দিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.