নানা বাড়ি থেকে বের হয়ে প্রায় এক মাসেও বাড়িতে ফেরেনি কিশোর হুসাইন

আলমডাঙ্গা ব্যুরো: নানা বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ মাসেও বাড়িতে ফেরেনি কিশোর হুসাইন আলী। গত ৮ জানুয়ারি সকালে নানা বাড়ি আলমডাঙ্গার মাঝহাট গ্রাম থেকে চৌগাছার বড় নিয়ামতপুরে বাড়ি যাওয়ার জন্য বের হয় হুসাইন। ওইদিন দুপুরে নানা হুসাইনের মায়ের নিকট ফোন করে জানতে পারেন সে বাড়িতে যায়নি। এরপর থেকে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করতে থাকেন হুসাইনের স্বজনরা। হুসাইনকে না পেয়ে ১৮ জানুয়ারি নানী আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন।
কিশোর হুসাইন আলী (১৩) যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর গ্রামের আব্দুল করীমের ছেলে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামে ইনতাজুল হকের নাতী ছেলে।
হুসাইনের নানা ইনতাজুল ও নানী আজেদা খাতুন জানান, গত ৬ জানুয়ারি আমাদের বাড়ি বেড়াতে আসে হুসাইন। ২ দিন থাকার পর ৮ জানুয়ারি হুসাইন মামার নিকট থেকে ৩শ টাকা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে নিখোঁজ রয়েছে। প্রায় ১ মাস অতিবাহিত হলেও হুসাইনের কোন খোঁজ পাওয়া যায়নি। নানা বাড়ি থেকে বের হওয়ার দিন তার পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার খোঁজ না পেয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
হুসাইনের মা হোসনে আরা বলেন, সব আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে পরে আমার মায়ের সাথে আলমডাঙ্গা থানায় এসে জিডি করেছি।
জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল জানান, হুসাইনের নানী তার নাতী ছেলে হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরির তদন্তভার তাকে দেয়া হয়। তিনি দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছেন। তার সন্ধান বা তাকে পাওয়া গেলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More