ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাসে ফলন্ত কলা গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে ফারজান ও হাসান আলী নামের দুই যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদার নাটুদাহ চন্দ্রবাস বাসনাগাড়ী নামক মাঠে এ ঘটনা ঘটে। কলাচাষি ইব্রাহিম তরফদারের ছেলে হাফিজুর রহমান বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে কলা চাষ করে আসছেন। মাঠে কোনদিন এমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। আজ (রোববার) দুপুরে দেখি চন্দ্রবাস গ্রামের গনি মিয়ার ছেলে ফারজান ও মিজানুর রহমানের ছেলে হাসান আলী মিলে আমাদের ফলন্ত কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে তছরুপ করে দিয়েছে। আর কয়েকদিন পর হয়তো কলার কাঁদিগুলো বাজারজাত করতাম। তার আগে কেটে নষ্ট করে দিলো ফারজান আর হাসান। এরা কলা গাছ কেটে চলে যাওয়ার সময় মিলন ও জসিম নামের দুই কৃষকের চোখে পড়ে। পরে তাদের কাছে মাফ চেয়ে বলে বিষয়টি গোপন রাখতে। তবে আমি স্থানীয় ব্যক্তিদের নিকট বিচার দিয়েছি। দৃষ্টান্তমূলক তাদের বিচারে যেটা হয় সেটা মেনে নেবো। তিনি আরো জানান, আমার যে ক্ষতি হয়েছে এ ধরনের ক্ষতি যেনো আর কোনো চাষির না হয়।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.