সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার তেঘরীর ইব্রাহীম হোসেনকে মারধর করে কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সরোজগঞ্জ বহালগাছীর ভেদড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। একই সাথে তার মোটরসাইকেটিও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইব্রাহীম হোসেন তেঘরী গ্রামের সাবির বদ্দির ছেলে।
ইব্রাহীম জানান, ২০২৪ সালে চুয়াডাঙ্গার আদালতে তিনি বাদী হয়ে গড়াইটুপি গ্রামের বাবুল হোসেনসহ ৫জনকে আসামি করে মানবপাচার মামলা করেন। সেই মামলায় পুলিশ কর্তৃক তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। আদালত থেকে ১নং আসামি ব্যতীত ৪জন জামিনে মুক্ত হন। গতকাল শুক্রবার সকালে ইব্রাহীম হোসেন নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ আসার পথে বহালগাছী ভেদড়ীর মোড়ের নিকট তার গতিরোধ করে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরসহ তার পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আদালতের মানবপাচার তুলে নেয়ার হুমকি প্রদান করেন এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা পালিয়ে যায়। এই মর্মে ইব্রাহীম হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে উদ্যোক্তাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.