চুয়াডাঙ্গা এতিমখানার শিশুদের খোঁজখবর নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধিরা স্থানীয় এতিমখানা পরিদর্শনে যান। গতকাল বৃহস্পতিবার জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন ও সদস্য সচিব সাফফাতুল ইসলামের নেতৃত্বে পরিদর্শনে যান। এ সময় তারা এতিম শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের জীবনযাপনের খোঁজখবর নেন এবং আনন্দঘন পরিবেশে শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। এ সময় সরকারি শিশু পরিবারের শিশুদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আসলাম হোসেন বলেন, ‘ছাত্র-জনতা একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি জানতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি। এরই অংশ হিসেবে শিশু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। ভবিষ্যতে আবারও আসবো।’ এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ উদ্যোগকে স্বাগত জানান। মোছা. জোবাইদা খাতুন, রাশেদউর রহমান এবং মো. রাশেদুল ইসলাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিকভাবে শক্তিশালী করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়।’ শিক্ষার্থীদের এমন উদ্যোগ শিশুমনের প্রতি যতœশীলতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More