দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশে তনু
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের কনফারেন্স রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের প্রতি যেমন শিক্ষকদের দায়িত্ব রয়েছে, তেমনই অভিভাবকদের দায়িত্ব রয়েছে তার সন্তানের লেখাপড়ার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখা। বিগত বছরগুলোতে স্বৈরশাসক আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বই পড়া বাদ দিয়ে ডিম ভাজা শিখিয়েছে। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগবেই। আমি পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পাওয়ার পর অধ্যক্ষসহ সকল শিক্ষকদের সাথে শ্রেণী কক্ষে উপস্থিতি বাড়িয়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে মতবিনিময় করেছি। আগামীতে এই কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। তিনি আরো বলেন, অভিভাবকরা যেন তাদের ছেলে, মেয়েরা নিয়মিত কলেজে আসছে কী-না সে বিষয়ে খোঁজখবর নিতে পারে সেজন্য হেল্প লাইন নাম্বারের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে কলেজ চলাকালীন সময়ে অভিভাবকরা হেল্প লাইনে যোগাযোগ করে তাদের সন্তানদের খোঁজখবর নিতে পারবে।
প্রভাষক মিল্টন কুমার সাহার প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আশরাফুল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোছা. মাহাফুজা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইসিটি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। এসময় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকসহ আনুমানিক দুই শতাধিক অবিভাবক উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.