চুয়াডাঙ্গায় জুলাই-আগস্টে ছাত্রজনতা গণঅভ্যুথানে শহীদ আহত ও অসমর্থ যুবকদের ২ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্রজনতা গণঅভ্যুথানে শহীদ, আহত ও অসমর্থ যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্রজনতা গণঅভ্যুথানে শহীদ, আহত ও অসমর্থ ১৮ জন যুবকের মাঝে ২ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারা হলেন, শংকরচন্দ্র মাঝেরপাড়ার মো. শাহরিয়ার (শহীদ) ৩০ হাজার টাকা, কয়রাডাঙ্গার মাসুদ রানা (শহীদ) ৩০ হাজার টাকা, চন্ডিপুরের আল মেরাজ (অতি গুরতর আহত) ২৫ হাজার টাকা, পুরাতন বাস্তপুরের মোফাইল হোসেন (গুরতর আহত) ২০ হাজার টাকা, দামুড়হুদার দশমীর দলিল উদ্দীন (গুরুতর আহত) ২০ হাজার টাকা, হাজরাহাটির আনজুম হাবিবা (আহত) ১০ হাজার টাকা, আরামপাড়ার সাইফ হোসেন মালিক ১০ হাজার টাকা, আলমডাঙ্গার লক্ষ্মীপুর-কেশবপুরের পারভেজ আলী ১০ হাজার টাকা, পাইকপাড়ার আসিফ আলী ১০ হাজার টাকা, আলমডাঙ্গার খেজুরতলার সাগর হোসেন ১০ হাজার টাকা, পারদূর্গাপুরের মো. উবাইদুল্লাহ ১০ হাজার টাকা, দামুড়হুদার উত্তর চাঁদপুরেরর সাখাওয়াত হোসেন ১০ হাজার টাকা, চুয়াডাঙ্গা গুলশানপাড়ার আসলাম হোসেন ১০ হাজার টাকা, জীবননগরের বসুতিপাড়ার আলা উদ্দীন ১০ হাজার টাকা, জীবননগরেরর ধোপাখালী তাহসিন আমিন ১০ হাজার টাকা, আলমডাঙ্গার নাগদাহের কামরুজ্জামান ১০ হাজার টাকা, হাতিকাটার সাদ জোয়ার্দ্দার আলভী ১০ হাজার টাকা এবং আলমডাঙ্গা ওসমানপুরের আতিকুজ্জামান ১০ হাজার টাকা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ,এম, সালাউদ্দীন মনজু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সিএ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More