চুয়াডাঙ্গার মোকামতলায় বিএনপি নেতা বিল্লালের বাড়িতে অগ্নিকাণ্ড
নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ভস্মীভূত
ডিঙ্গেদহ প্রতিনিধি: ঘরের বিদ্যুতের লাইন থেকে অগ্নিকা-ে ৫০ হাজার নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের মোকামতলার মৃত ফজলুর রহানের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে। শঙ্করচন্দ্র ইউনিয়নের বিল্লাল হোসেন ১নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক। এ ব্যাপারে ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে তার বসত ঘরের মধ্যে প্রকট শব্দ হয়ে ধোঁয়া ও আগুনের কুন্ডলি দেখতে পান। কোনকিছু বুঝে ওঠার আগেই ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে ক্ষণিকের মধ্যেই ঘরে থাকা লাগেজের মধ্যে রাখা নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের জানালা দরজা ও ঘরের প্লাস্টার পুড়ে নষ্ট হয়ে যায়। সংবাদ পেয়ে শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন ছুটে আসেন বিল্লালের বাড়িতে। ততক্ষণে সব পুড়ে শেষ। এ সময় তিনি বিল্লাল ও তার পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং শান্তনা দেন এবং তার পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আশ^াস দেন। পাশাপাশি বিল্লালকে সহযোগিতার জন্য বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার টোকন উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কালুম মন্ডল ও বিশিষ্ঠ ব্যবসায়ী রাশেল আহাম্মেদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.