স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র হিসাবে গায়ের চাদর বিতরণ করা হয়। এ সময় শতাধিক নারী ও পুরুষের হাতে গায়ের চাদর তুলে দেয়া হয়। শীতের পোশাক পেয়ে এসব শীতার্ত মানুষ আয়োজকদের জন্য প্রাণভরে দোয়া করেন। বন্ধু মহল এসএসসি/৮৯ ও এইচএসসি/৯১ ব্যাচের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এজাজ হোসেন, সাধারণ সম্পাদক নিগার সিদ্দিক কলেজের সহকারী অধ্যাপক আসাদুল হক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, ব্যবসায়ী হালিম, শামিম খন্দকার, বাদল, টুটুল, ব্যাংকার হাবিবসহ অনেকেই। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধু মহল সব সময় মানুষের সেবাই নিয়োজিত থাকবে বলে আমরা আশা করি। আগামীতে বন্ধু মহল দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবায় সহায়তা দেয়ার আশ্বাস দেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.