মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে নেশাজাতীয় ইনজেকশনসহ সুমন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. সুমন (৩৫) আনন্দবাস গ্রামের আনারুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যার রাতে বল্লভপুর গ্রামে মুজিবনগর থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নির্দেশে এস.আই উত্তম কুমারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে মো. সুমনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে নেশাজাতীয় ১০ অ্যাম্পুল বুপ্রেনরফেইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.