ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার জেলার হরিণাকু-ু উপজেলার হলো বাজার ও মহেশপুর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হরিণাকু-ু শিশুকলি মডেল হাইস্কুলের শিক্ষার্থী স্কুল শিক্ষক নজরুল ইসলামের মেয়ে নওরিণ সোয়েবা নোভা (১৫) ও মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের কলেজ শিক্ষক রফিকুল ইসলামের ছেলে নাঈম। হরিণাকু-ু থানার ওসি এম এ রউফ খান জানান, বিকালে শহরের হল বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল নওরিণ সোয়েবা নোভা। এ সময় একটি দ্রুতগামী মটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে একটি ইট বোঝাই টলি তাকে পিষ্ট করলে নওরিণ সোয়েবা নোভার মাথা ফেটে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত নওরিণ সোয়েবা নোভা এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে মহেশপুরের ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম মহেশপুরে যাচ্ছিলো। তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে মটরসাইরেকল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম হোসেন ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা নাজনীন শাম্মি শিক্ষার্থী নাঈম হোসেনকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দ্রত গতিতে মটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে নাঈমের মৃত্যু হতে পারে বলে ওসি জানান।
পূর্ববর্তী পোস্ট
সংসদের মেয়াদ চার বছর : ধর্মনিরপেক্ষতাসহ তিন মূলনীতি ও ‘বাঙালি’ বাদ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.