স্টাফ রিপোর্টার: ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া দীর্ঘদিন বসবাসের অভিযোগে তামিলনাড়ুতে বিশেষ অভিযান চালিয়ে ৩১জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর তিরুপুর জেলার অধীন তিরুপুর সিটি ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখার সদস্যরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার ভি. নারায়নণের নেতৃত্বে এটিএস’র পাঁচটি টিম গঠন করে তিরুপুর শহর এবং গ্রামীণ এলাকার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেখান থেকেই এই ৩১জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। গত কয়েক মাস ধরে এই এলাকায় অবৈধভাবে তারা বসবাস করছিল এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত ছিল বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটিএস’র তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকদের অধিকাংশই সীমান্ত পেরিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে।
পূর্ববর্তী পোস্ট
মোবাইল ইন্টারনেটে সুখবর : প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.