দর্শনা ডিলাক্স পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

দর্শনা অফিস: দর্শনা ডিলাক্স পরিবহনের চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রীর আত্মীয়-স্বজনেরা দর্শনায় ওই পরিবহন আটকে পুলিশে দিয়েছে। পুলিশ গাড়িটি থানা হেফাজতে নেয়। জানা গেছে, ঢাকা গাজীপুর থেকে যাত্রীবাহী দর্শনা ডিলাক্স পরিবহন যার রেজি. নম্বর (ঢাকা মেট্রো ব ১৪-৩৬৭৮) যোগে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা হয় এক নারী যাত্রী (২২)। পরিবহনের একমাত্র যাত্রী হিসাবে ওই নারী পরিবহনের এফ-১ আসনে বসে ছিলেন। এ সময় ওই নারী যাত্রীকে একা পেয়ে চালক আসলাম পরিবহনের স্টিয়ারিং হেলপারের হাতে তুলে দিয়ে ওই নারীর পাশের আসন এফ-২ বসে। তাকে বিভিন্নভাবে যৌন হয়রানীসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ওই নারী তার পরিচিতজনদের কাছে মোবাইল ফোনে জানালে তারা পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকে দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে। পরিবহনটি ফিলিং স্টেশনে পৌছাতেই সেখানে থামিয়ে অভিযুক্ত চালককে খোঁজাখুজি করতে থাকে। তাকে না পেয়ে পরিবহনের সুপারভাইজারকে ধরে মারধর করে। সুপারভাইজার জানান, পরিবহনের চালক খালিশপুর নেমে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে দর্শনা থানা পুলিশ পৌছে পরিবহন ও সুপারভাইজার এবং হেলপারকে হেফাজতে নেয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, ওই নারী ঢাকা গাজীপুর থেকে গাড়িতে ওঠে। সেসহ পরিবহনের আরও যাত্রী ছিল। এ সময় পরিবহনের সুপারভাইজার তাকে পিছন থেকে সামনের দিকে বসতে বলে তাছাড়া কিছু না। তবে ওই নারী পরিবহনের কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। তাছাড়া পরিবহন ওখানকার তেলপাম্পে ছিল থানায় আনা হয়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More