চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রকাশনা-প্রদর্শনী

প্রচার - জনসচেতনতামূলক কার্যক্রম উপ-কমিটির সভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রকাশনা, প্রদর্শনী ও প্রচার এবং জনসচেতনতামূলক কার্যক্রম উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টায় অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা) শারমিন আক্তার। সভায় তারুণ্যের উৎসব বিষয়ক ফিচার প্রকাশ, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসবের ব্যানার প্রদর্শনী, যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, যুব সমাবেশ ও তারুণ্যের উৎসব সম্পর্কে আলোচনাসহ জনসচেতনতামূলক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও এগুলো কিভাবে করা যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার প্লাবন, সদস্য মুশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, ওয়েভের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, জেলা আইসিটি কর্মকর্তা তরিকুল ইসলাম, তথ্য অফিসার শিল্পী মন্ডল, ব্র্যাকের সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, বিআরটিএ’র সহকারী পরিচালকের পক্ষে নাসির উদ্দীন, কালেক্টটর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, আশার ম্যানেজার অলোক বসু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার পক্ষে আবু বক্কর সিদ্দীক, পুলিশ পরিদর্শক আতিকুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রভাষক লাভলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, ভি.জে স্কুলের পক্ষে শিক্ষক বকুল বিশ্বাস ও রেজাউল ইসলাম।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More