জামায়াতের আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর এবং দামুড়হুদা উপজেলা জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল। মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে ফেরিঘাট, ইসলামপাড়া, শ্মশানঘাট, তালতলা, হাজরাহাটি হয়ে চুয়াডাঙ্গা পৌর শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা টাউন মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে জামায়াতের জেলা আমীর রুহুল আমিন নেতাদের উদ্দ্যেশে বলেন, এই সমাবেশ বৈষম্য বিরোধী সমাবেশ, এই সমাবেশের জন্য দোয়া করে সফলতা কামনা করছি। চুয়াডাঙ্গা পৌর শহরের মোটর সাইকেল মিছিল দেখে আমি খুশি হয়েছি, আল্লাহ যেন বারাকায় ভরে দেন। দামুড়হুদায় মিছিল হয়েছে, আজ দর্শনায় মিছিল হবে। আমিরে জামায়াত আপনাদের সৌজন্যে কর্মী বোনদের আসার অনুমতি দিয়েছেন। বোনরা সকাল সাড়ে ৯টা থেকে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে প্রবেশ করবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, আরিফুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দীন, কামাল উদ্দিন, আলতাফ হোসাইন, মাওলানা হাফিজুর রহমান, দারুস সালাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক ও আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল প্রমুখ।
অপরদিকে গতকাল রোববার বেলা আড়াইটায় দামুড়হুদার স্টেডিয়াম মাঠ থেকে উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাও. আব্দুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বের হওয়ার পূর্বেই জেলা জামায়াতের আমির রুহুল আমিন নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, জামায়াত একটি সুসংগঠিত সংগঠন। মোটরসাইকেল চালানো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনার আচার-আচরণের মধ্য দিয়ে পরিচয় পাবে আপনারা জামায়াতে ইসলামী করেন। এই মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে আগামী ১৭ জানুয়ারি ডা. শফিকুর রহমানের আগমনের বার্তা পৌঁছে যাবে সবখানে। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির দামুড়হুদার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। মোটরসাইকেল শোডাউনের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, দর্শনা থানা আমির রেজাউল করিম, দর্শনা পৌর আমির শাহিকুল আলম অপু, দামুড়হুদা উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, দামুড়হুদা ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম, নাটুদাহ ইউনিয়ন আমির শামসুজ্জোহা, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির মাও. আবু হানিফ, কুড়ালগাছি ইউনিয়ন আমির সাদিকিন, নতিপোতা ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন সভাপতি ঝন্টু, দামুড়হুদা উপজেলা ছাত্র-শিবিরের সভাপতি আল ফাহাদ হোসেন সবুজ, যুব জামায়াতের সেক্রেটারি আরিফুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, যুব প্রচার সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।
দামুড়হুদা স্টেডিয়াম মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে দর্শনা ঘুরে কার্পাসডাঙ্গা নাটুদাহ হয়ে আবার দামুড়হুদায় এসে সেখানে উপজেলা জামায়াতের আমিরের বক্তব্যের মধ্য দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More