চুয়াডাঙ্গা-মেহেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করার জন্য দাবি
স্টাফ রিপোর্টার: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মত চুয়াডাঙ্গা-মেহেরপুরে অভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাসহ সারা দেশের ইউনিট সমূহে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিলো ওই ঘটনা খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলেন। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে সর্বমোট ৫৪টি অবৈধ আদালত স্থাপন করে অবৈধভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছিলো এবং নিরীহ বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করে তাদের ও তাদের পরিবারবর্গকে অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। সেই আদালতে ছিলো না আমাদের বাক স্বাধীনতা। ওই ঘটনার কোন আইনজীবী নিয়োগ দেয়াও নিষেধ ছিলো এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা। যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। সারা দেশে প্রায় ১৮ হাজার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য রয়েছে। আমাদের দ্বারা টেকনাফ হইতে তেঁতুলিয়া পর্যন্ত আজপর্যন্ত রাষ্ট্র কিংবা সমাজের কোনো ক্ষতি হয়নি। আমাদের জরাজীর্ণ সংসার জীবনের দিকে আপনার সুমহান দৃষ্টি দিয়ে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করতে হবে। বিবেক বিবেচনায় নিয়ে পুনরায় আমাদেরকে চাকরিতে যোগদানের ব্যবস্থা করার জন্য দাবি জানাছি।’
চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ও পরে শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিডিআর কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়ক মোজাম্মেল হক, সদস্য মনজু, সবুজ, ফরিদ, বকুল, মোস্তফা, প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য কর্তৃক মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লিফলেট বিতরণ ও মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, দ্বিতীয় সমন্বয়ক মোহাম্মদ হাবিবুর রহমান, বিডিআর সদস্য মোহাম্মদ নাহিদ, বিডিআর সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন, বিডিআর সদস্য মোহাম্মদ প্রতিকসহ বিডিআর পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.