বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি হাবিবি জহির রায়হান সাধারণ সম্পাদক আদিল হোসেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা তোলড়ছিসম তার মন্ত্রে, থামবো না কখনো ইশত ষড়যন্ত্রে’ সেøাগানে গতকাল শনিবার উদীচী-চুয়াডাঙ্গা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার বিশিষ্ট লেখক-গবেষক অধ্যাপক আবদুল মোহিত। উদীচীর সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মদের সভাপতিত্বে অতিথি ছিলেন সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরউদ্দিন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কোরবান আলী ম-ল ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কেএম শরীফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভায় উপরোক্ত অতিথিবৃন্দের আলোচনা ছাড়াও স্বাগত বক্তব্য দেন জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক মাসুদ আরিফ মানু, শুভেচ্ছা বক্তব্য দেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র চর্চায়নের অন্যতম সংগঠক কবি রিগ্যান এসকান্দার, বাংলাদেশ বাওড় মৎস্যজীবী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সুজন বিপ্লব, চুয়াডাঙ্গা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দীন ফকির, সিপিবি কুমিল্লা জেলা কমিটির সদস্য ডা. খলিলুর রহমান, অনির্বাণ সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সংগঠক সাজ্জাদ হোসেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সাবেক সভাপতি শাওন কুমার রায়। আলোচনা শেষে বেলা ৩টায় প্রতিনিধি ও পর্যবেক্ষকের নিয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে পর্যায়ক্রমে শোকপ্রস্তাব, সম্পাদকীয় প্রতিবেদন, আর্থিক রিপোর্ট পাঠ ও অনুমোদন শেষে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। হাবিবি জহির রায়হানকে সভাপতি ও আদিল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, শাহাবুদ্দিন ও আতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আরিফ মানু ও সম্পা দাস, কোষাধ্যক্ষ আহসান কবীর বাদশা, সম্পাদক মিলন অধিকারী, আরিফুজ্জামান আরিফ, প্রশান্ত কুমার, শ্রীদাম রায়, তন্ময়বসু, সেলিম মল্লিক, বিল্লাল হোসেন, পারভীন লাইলা ও বিপ্লব কুমার, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, রওশন আরা, মতিয়ার রহমান, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, ইমাম হাসান, মাধবী অধিকারী, আকিব তৌফিক চৌধুরী, রবিউল কবীর পল্লব, মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত জেলা সম্মেলন শেষ হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More