চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করা হয়। জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা! সম্বলিত লিফলেট পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মুসল্লিদের হাতে তুলে দেয়া হয়। লিফলেটে বলা হয়েছে গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছিল। রাজনৈতিক দলসহ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছিল ঘোরতর এক বিপর্যয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকে আমরা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্কো। তিনি বলেন, ঘোষণাপত্রে আমরা ৭টা দাবি জানাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার, হাসিবুল হাসান শান্ত, শিমুল, ফাহিম উদ্দিন মভিন, মেহেদী, ইউশা, রাফি, মাসুম বিল্লাহসহ অনেকে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More