দামুড়হুদায় হাউলী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়
বক্তারা বলেন গণতন্ত্র পুুনঃপ্রতিষ্ঠায় জনগণের পাশে থাকতে হবে
দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দামুড়হুদার হাউলী ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে হাউলী ইউনিয়নের জয়রামপুর ইউথ ক্লাব মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের আয়োজনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মনিরুজ্জামান মনির বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দলই না; বিএনপি একটি সুসংগঠিত পরিবার। সকলে আমরা এই পরিবারের সদস্য। বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনগণের পাশে থেকে সেবা করা। আমাদের সকল নেতাকর্মীদেরকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করতে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকা- পরিচালিত করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে বিএনপির কোনো নেতা-কর্মীদের থেকে যেন জনগণ কোনো প্রকার কষ্ট না পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য পুত্র বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর হাতকে শক্তিশালী করে বিএনপিকে নির্বাচিত করতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা মো. রফিকুল হাসান তনু বলেন, বাংলাদেশের জনগণ এ দেশে আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। তাই আগামীতে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প কিছু নেই। ছাত্রজনতার আন্দোলনে এ দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো এ দেশেই গাট্টি মেরে আছে। শুধু তাই না, স্বৈরাচারের দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বুনছে। আমাদেরকে সব সময় সর্তক থেকে স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি বিহত রাজনৈতিক দল; তাই মতনৈক্য থাকবে। সে সকল ভেদাভেদ ভুলে দেশের জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদেরকে জনগণের পাশে থেকে সেবা করে যেতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুর সঞ্চালনায় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন, উপজেলা কৃষকদলের নেতা রোকনুজ্জামান তোতাম, যুবদল নেতা শামসুল আলম, আব্দুস সালাম, জাহিদ হাসান লাবলু, ইমতিয়াজ হোসেন, শওকত আলী, ইজাজুল হক, মোমিনুল হক, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, হাউলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শমসের আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজির হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাউলী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.