কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় আরামডাঙ্গা ঈদগাহ প্রাঙ্গনে আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আতিয়ার রহমান মালিতা সভাপতি ও আবু সাঈদ মন্ডল সাধারণ সম্পাদক এবং মতিয়ার রহমান কোষাধ্যক্ষ, সিরাজুল ইসলাম সহ-সভপতি ও মাসুদ পারভেজকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। উপদেষ্টা হিসেবে মাও. নুরুল আমীন, আবু তালেব শেখ, মুকুল মোল্লা, আকরাম খান, এনেয়াতুর রহমান লাল্টু মন্ডল নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হন শাহিন মন্ডল, শরিফ মালিতা, আলি শেখ, জাহাঙ্গীর খান, নুহু শেখ, কাশেম মালিতা, আনছার পিয়াদা, মেসকাতুল শেখ, আশাদুল হক, আনোয়ার হোসেন, তাহাজুল, আহাদ বিশ্বাস ও রেজাউল হকসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর বড় বাজার গড় জামে মসজিদের ইমাম নিয়োগ পেলেন বায়জিদ হোসেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.