পাঁচমাইল প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা আসাননগর গ্রামে রাতের আধারে চোর চক্ররা কৃষকের বাড়ি থেকে পাওয়ারটিলারসহ ট্রলি চুরির ঘটনা ঘটেছে।
এলাকা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিলন হোসেনের গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাওয়ারটিলার সহ ট্রলি রাতের আধারে চোর চক্ররা চুরি করে নিয়ে যায় টিলার ট্রলি। এ বিষয়ে কৃষক মিলন হোসেন জানান, আমার সংসারের আয় উৎসব ছিল একমাত্র টিলার ট্রলিটি চোরেরা রাতে আধারে আমার ট্রলিটি চুরি করে নিয়ে যাওয়াই আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমার পাওয়ারটিলার ও ট্রলির মূল্য ছিল প্রায় এক লাখ ৭০ হাজার টাকা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.