কালীগঞ্জে জোর করে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সুদে ঋণ নিয়ে বিপাকে পড়েছেন একটি হিন্দু পরিবার। ৭০ হাজার টাকা নিয়ে ৫ লাখ টাকা দিয়েও ঋণ শোধ হয়নি। একই সাথে ২৫ কাঠা জমি ভোগ দখল করে রেখেছেন। এখন সেই জমি লিখে দেয়ার জন্য মারধর এবং নানাভাবে হুমকি ধামকিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন।
লিখিত অভিযোগে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের শ্রী সুফলের স্ত্রী ভক্তি বিশ্বাস নামে এক নারী জানান, একই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ইভন ও আদিল উদ্দীন মন্ডলের ছেলে জাহিদ এলাকার সুদখোর নামে পরিচিত। প্রায় ১০ বছর পূর্বে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত ৫ লাখ টাকা পরিশোধ করেছেন। টাকার অজুহাতে তাদের কাছ থেকে ২৫ কাঠা জমি ভোগ দখল করে আসছেন। বর্তমানে ওই জমি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় ভাবে আলোচনা করায় বিবাদীরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৫ জানুয়ারি সন্ধ্যায় খামারমুন্দিয়া গ্রামস্থ্য মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর শ্রী সুফলকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার জানান, শ্রী সুফল নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত ইভন জানান, আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি তাকে মারধরও করিনি। সম্ভবত আমার বাবার কাছ থেকে ২০১৮ সালে ৯ লাখ টাকা নিয়ে জমি দেয়ার কথা ছিল। যার স্ট্যাম্প আমাদের কাছে রক্ষিত আছে। এখন সেই টাকা ফেরত না দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছে কিন্তু তারা উপস্থিত না হয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। এখন তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও যোগ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More