মেহেরপুর অফিস: গেল ১৫ বছরে মেহেরপুরে আওয়ামী দুঃশাসনে রাজনৈতিক হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে গণমিছিল করেছে জামায়াত। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিশাল এ গণমিছিল বিক্ষোভ মিছিলে রুপ নেয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা আমির মাও. তাজ উদ্দীন খাঁন। জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহাবুব উল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন, সহকারী সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলারসহ কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন বলেন, গেল ১৫ বছরে সারা দেশে অসংখ্য জাময়াত-শিবির নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। মেহেরপুরে জন মানুষের নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল জাব্বারসহ বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে পুলিশ। আমরা সেই সব হত্যার বিচার চায়। তাদের বিচার না হলে হাশরের ময়দানে গিয়ে মহান আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এসব হত্যার বিচারের দাবিতে আগামীতে আরো বড় ধরনের সমাবেশের ডাক দেয়া হবে। এজন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরে তিনি বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নেই। গণহত্যাসহ নানা অপরাধে তারা দেশের মানুষের শত্রুতে পরিণত হয়েছে। তাই দ্রুততম সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেন জামায়াত নেতৃবৃন্দ।
এদিকে জামায়াতের গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ জামায়াতের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। দীর্ঘদিন পর জেলা শহরে এমন কর্মসূচী পালন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.