ক্লিনিক সিলগালাসহ পরিচালককে জেল ও জরিমানা
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা এবং পরিচালক হাফিজুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে। দ-প্রাপ্ত হাফিজুর রহমান গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড খানাপাড়ার মৃত বজলুর রহমান সরকারের ছেলে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলার হাসপাতাল বাজার এলাকায় হাসিনা প্রাইভেট এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা ও ক্লিনিক সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। গত পরশু রোববার বিকেলে গাংনী উপজেলার হাসপাতাল বাজারে উপজেলা পরিষদ শাখা সোনালী ব্যাংকের নিচে গড়ে ওঠা হাসিনা প্রাইভেট অ্যান্ড গাংনী সনো ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর পান্না খাতুন (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। তবে বেঁচে যায় নবজাতক। জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা’র উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ক্লিনিকের পরিচালক হাফিজুর রহমান হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা ও সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘিœতকারী কার্যক্রমের জন্য তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদ- ও এক লাখ টাকা অর্থদ-ে দ-িত করা হয়েছে। একই সাথে রোগী ব্যবস্থাপনার বিষয়গুলো সন্তোষজনক না হওয়ায় পরবর্তীতে এগুলো সংশোধন না করা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়। পরবর্তীতে দ-প্রাপ্ত হাফিজুর রহমানকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি অফিসার মশিউর রহমানসহ গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.