চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী-ওসমানপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে জীবন হোসেন (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবন হোসেন মঙ্গলবার সকালে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে হারদী এলাকায় ঘুরতে আসেন। ফেরার সময় ওসমানপুর কানাপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ গাছের সাথে ধাক্কা খায়। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.