একুশে পদকপ্রাপ্ত সাধক কবি খোদা বকস সাঁইয়ের

দুই দিনব্যাপী ৩৪তম স্মরণোৎসব শুরু হচ্ছে কাল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে একুশে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমি ফেলোশিপ লালনপন্থী সাধক কবি ও সংগীতগুরু খোদা বকস সাঁইয়ের ৩৪তম স্মরণানুষ্ঠান উপলক্ষ্যে দুই দিনব্যাপী সাধুসঙ্গ শুরু হচ্ছে। আগামীকাল সোমবার খোদা বকস সাঁই নিকেতনে দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন করা হবে। খোদা বকস সাঁই স্মৃতি পরিষদ আয়োজিত সাধুসঙ্গে দেশ-বিদেশের ভক্তরা উপস্থিত থাকবেন। আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুরে খোদা বকস সাঁই স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল লতিফ শাহ জানান, খোদা বকস সাঁই নিকেতনে ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গের আঙ্গিকে একটি স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এছাড়া উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের সাধুগুরু, লেখক, গবেষক, অনুবাদক এবং শিল্পী। লালনপন্থী সাধক কবি ও শিল্পীদের মধ্যে খোদা বকস সাঁই প্রথম ব্যক্তি যিনি ১৯৯০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত মরণোত্তর একুশে পদক প্রাপ্ত হন। শুধু তাই নয়, তার আগেই তিনি অর্জন করেছিলেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ (১৯৮৫) ও লালন পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক ‘সংগীতসাগর’ উপাধি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় লালন সংগীত শিক্ষা প্রবর্তিত হলে খোদা বকস সাঁই প্রথম লালন সংগীত প্রভাষক পদে নিয়োগ পান এবং দীর্ঘদিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আবাসিক প্রভাষক হিসেবে জাতীয় পর্যায়ে লালন সংগীতের পেশাগত শিক্ষকের দায়িত্ব পালন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More