উল্লেখ্যযোগ্য প্রমাণ ছাড়াই অনিয়ম ও কারচুপির অভিযোগ ফলাফল প্রত্যাখ্যান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা অনিয়ম ও কারচুপির অভিযোগে এনে ফলাফল প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি গতকাল সোমবার রাতে তার কুড়ুলগাছির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে তিনি ভোট কারচুপি ও অনিয়মের উল্লেখ্যযোগ্য কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ সময় আবু হাশেম রেজা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে অবাধ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। চুয়াডাঙ্গা-২ আসনের প্রতিটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। আমি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। দলের নির্দেশনা অনুযায়ী আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আমি হতাশ হয়েছি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগরের সন্ত্রাসী বাহিনী প্রতিটি কেন্দ্র দখল করে ট্রাক মার্কা ও অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে অবাধে জাল ভোট প্রদান করেছেন। প্রশাসনের কাছে বারবার বলার পরেও তারা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমার কর্মীদের কয়েকজনের দোকানপাট ভাঙচুর, কর্মীদের ওপর চড়াও হচ্ছে টগর বাহিনী। হাশেম রেজা আরও বলেন, আমার দুজন কর্মী হাসপাতালে ভর্তি আছে ও আমার কর্মীদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমি সংঘাত চায় না, আমি চুয়াডাঙ্গা-২ আসনে পুনরায় নির্বাচনের জন্য হাইকোর্টে রিট করবো। অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের প্রহসন চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী। আমরাও আওয়ামী লীগ করি। টগর বাহিনীর এ দৌরাত্ম না থামালে তৃতীয় পক্ষ মাথাচাড়া দিয়ে উঠবে। ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.