ফ্রিজ মার্কায় ভোট দিয়ে স্মার্ট ও আধুনিক চুয়াডাঙ্গা গড়তে সহায়তা করুন

দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ফ্রিজ প্রতীকের প্রার্থী আলহাজ এমএ রাজ্জাক খান রাজ

স্টাফ রিপোর্টার: দৃঢ় প্রত্যয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ফ্রিজ প্রতীকের প্রার্থী আলহাজ এমএ রাজ্জাক খান রাজ সিআপি। তিনি বিরামহীনভাবে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। করছেন পথসভা, উঠোন বৈঠক। সরাসরি গণসংযোগ করেও পার করছেন ব্যস্ত সময়।
কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দেয়াসহ এলাকাবাসীর সার্বিক উন্নয়নে ঘরে ঘরে শিল্প গড়ে তোলার পাশাপাশি শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে কাজ করার সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রার্থী রাজ্জাক খান রাজ বলেছেন, ভোট প্রদান প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী পুরুষের সাংবিধানিক অধিকার। পবিত্র আমানত। অপনার ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়া মানে এলাকার তথা দেশের উন্নয়নে অবদান রাখা। ফলে অমূল্য ভোটকে স্বস্তা ভাবলে ভুল হবে। ভুল হলে তার খেসারত দেবে প্রজন্ম। নিজের এবং নিজের সন্তানসহ ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তিপূর্ণ সুন্দর সম্প্রীতির সমাজ গঠন করা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অর্থনৈতিকসহ নানাভাবে, নানা ক্ষেত্রে পিছিয়ে পড়া চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে এবারের ভোটকে সুযোগ হিসেবে কাজে লাগানোই হবে সঠিক সিদ্ধান্ত।
ইসলামিক বাণিজ্যে উচ্চ শিক্ষা নেয়া দেশের দ্বিতীয় বৃহত্তম ইলেক্টনিক্স পন্য সামগ্রী প্রস্তুতকারক শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএ রাজ্জাক খান রাজ স্বতন্ত্র প্রার্থী। প্রতীক পেয়েছেন ফ্রিজ। দিপ্ততার সাথে নিজের উৎকর্ষতা মেলে ধরে জোর প্রচার প্রচারণায় সাড়া জাগিয়ে চলেছেন তিনি। ফ্রিজ প্রতীকের মিডিয়াসেল থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এম এ রাজ্জাক খান রাজ সিআইপি গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া, গোরস্থানপাড়া, হকপাড়াসহ সদরের আমিরপুর, সরিষাডাঙ্গা, বোয়ালমারী, আলমডাঙ্গার বড়গাংনী, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। বিভিন্ন স্থানে উঠোন বৈঠক নারী পুরুষদের গণজমায়েতে সৃষ্টি হয়। উঠোন বৈঠক ও গণসংযোগ পরিণত হচ্ছে গণজোয়ারে। এ সময় আলহাজ এম.এ রাজ্জাক খান রাজ জনতার ভালোবাসায় সিক্ত হন। বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সোমবার সকাল থেকে গণসংযোগ কালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, চুয়াডাঙ্গাবাসী অধীর অপেক্ষায় ছিলো সং যোগ্য প্রার্থীর জন্য, সেই শূন্যতা আজ পূরণ হয়েছে আগামী ৭ তারিখে আপনারা ফ্রিজ মার্কায় ভোট দিয়ে নম্র ভদ্র নামাজী সমাজসেবক গরিবের বন্ধু আলহাজ এম.এ রাজ্জাক খান রাজকে নির্বাচিত করুন। রাজ্জাক খান বলেন, চুয়াডাঙ্গাবাসীর সুযোগ এসেছে ঘুরে দাঁড়ানোর। আমরা স্বাধীন ভাবে থাকতে চাই, সুষ্ঠ সুন্দর ভাবে বাঁচতে চাই, আর আপনারা কত অবহেলিত থাকবেন আসুন সবাই ৭ তারিখে ফ্রিজ মার্কায় ভোট দিয়ে স্মার্ট ও আধুনিক মানের চুয়াডাঙ্গা গড়তে সহায়তা করুন। আপনারা কারো কোনো হুমকিতে ভয় পাবেন না, ৭ তারিখে আপনারা আপনাদের ভাগ্যোর পরিবর্তন করুন। পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন, এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সবুজ আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক, মিলন, সোহেল রানা, সাজ্জাদ, মিলন, আব্দুল কাদের, জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবজেল আলী, খান ফয়সাল, বাদশা, জীম, বাবুল, সোহাগ, ছমির, মিনারুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, তানভীর কবির, নারী নেত্রী সালেহা বেগম, টুটুল, উজ্জ্বল বিশ্বাস, শান্তনা খাতুন, আশা খাতুন, সম্পা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More