চুয়াডাঙ্গার স্বতন্ত্র প্রার্থীর মামলায় মানিকের জামিন

স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও মারধরের মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড নামঞ্জুর করে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২৩ ডিসেম্বর রাতে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীদের মধ্যে মারামারি এবং প্রচারণায় বাধার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে এ ঘটনায় আব্দুল মালেক নামের এক ব্যক্তি ২১ জনের নাম উল্লেখসহ ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। তিনি বলেন, মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরদিন চারজন জামিনে মুক্ত হন। কিন্তু সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিমান্ড ও জামিন শুনানি হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মামুন ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করেন। সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট লস্কর সোহেল রানা রিমান্ড নামঞ্জুর করে ১০ হাজার টাকা বন্ডে জামিন দেন। বিকেলে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More