পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হচ্ছে ২৫ নভেম্বর : চুয়াডাঙ্গায় অ্যাডভোকেসি সভা
স্টাফ রিপোর্টার: পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ সপ্তাহ সফল করার লক্ষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেছেন, প্রচার প্রচারণার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে মাতৃ মৃত্যু, নারীর প্রতি সহিংসতাসহ চাহিদার হার ২০৩০ সালের মধ্যে শূন্যের কোঠায় নেয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা দফতরের উপ পরিচালক এবিএম শরিফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাত হাসান, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশসাক বলেন, পরিবার পরিকল্পনা অধিদফতরই শুধু নয়, সরকারি সকল দফতরের সকল কাজই সেবামুলক। একদিন বা এক সপ্তাহের জন্য সরা বছরই সেবামূলক কাজের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারিদের দায়িত্ব পালন করতে হয়। এবার পরিবআর কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কর্মসূচি পালন করা হবে ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার”প্রতিপাদ্য সামনে নিয়ে। চমৎকার শব্দ চয়নে, দারুন বাক্যগঠনে জাতির অগ্রযাত্রা তরান্বিত করার লক্ষে এ প্রতিপাদ্য যথার্থ এবং সময় উপযোগি। নিজ নিজ ক্ষেত্রে নিজেদের ওপর অর্পিত দায়িত্বপালনে যথাযথ গুরুত্ব দিলে সমাজ উপকৃত হবে।
জীবননগরের লাতিকা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় আরও বক্তব্য রাখেন উপ সহকারী কমিউনিটি মেডেকেল অফিসার রওশন আমিন, পরিবার পরিকল্পনা সহকারী মোছা. নূরজাহান, মো. আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সর্বাত্মক সফল করার লক্ষে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কিছু অপ্রতুলতা প্রসঙ্গও তুলে ধরেন। গতকাল অভিন্ন সভা আলমডাঙ্গাতেও অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.