জীবননগর ব্যুরো: আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ গ্রামের গৃহবধূরা স্বাস্থ্য কর্মীদের কথা বেশ মনোযোগ দিয়ে শোনে ও তা মানে। যে কারণে নিরাপদ মাতৃত্ব নিয়ে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন নিরাপদ মাতৃত্ব সফল করতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও হাসিনা মমতাজ বলেন, কোনো বাবা-মা যেন তার মেয়েকে বোঝা মনে না করেন। বোঝা মনে করে মেয়েকে যেন বাল্যবিয়ে না দিয়ে দেয়। তিনি বলেন, পরিকল্পিত পরিবারের বিষয়ে সকলকে বোঝাতে হবে। তিনি বলেন, চিকিৎসকের শূন্যপদ পূরণ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। বাল্যবিয়ে বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ডিস্ট্রিক কনসালটেন্ট ডা. ফজলুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডা. ফজলুল হক। পরিবার পরিকল্পনা বিভাগের ফিল্ড সুপারভাইজার সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা একামেডিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সাথে ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.