জীবননগরে সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় এমপি টগর
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় স্টেডিয়ামে জীবননগর পৌরসভা, মনোহরপুর, কেডিকে ও বাঁকা ইউনিয়নের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, ২০০৮ সালের আগে এ আসনে অনেকেই এমপি নির্বাচিত হয়েছেন। কেউ আপনাদের কথা ভাবেনি, পিছিয়েপড়া জনগোষ্ঠীর কথা ভাবেনি। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাগুলো আরও বাড়িয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পূর্বের ছাড়া আরও বাড়িয়ে দিয়েছেন। নবজাতক শিশুদের কথা ভেবে মাতৃত্বকালীন ভাতা প্রদান শুরু করা হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের বইখাতা কেনার জন্য এখন মোবাইল ফোনে টাকা চলে আসে। ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমরা কখনো কি স্বপ্নেও ভেবেছিলাম আমাদের দেশে পানির নিচ দিয়ে টানেল হবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে পানির নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছে। ঢাকা শহরে মেট্রোরেল তৈরী হচ্ছে। বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ করার আগে অনেকেই কটাক্ষ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে সকল সমালোচনার দাঁতভাঙা জবাব দিয়েছেন। পদ্মা সেতু দিয়ে এখন ট্রেন চলাচল শুরু করেছে। অতি অল্প সময়ের মধ্যেই আমরা রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারি। প্রতিটি এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে জামায়াত-বিএনপি এদেশে আবারও জ্বালাও পোড়াওসহ অগ্নি সন্ত্রাস শুরু করেছে। গাড়িতে আগুন লাগিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। এসকল কাজ করে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু প্রমুখ বক্তব্য রাখেন।
জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী নারী ও পুরুষ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.