ঢাকার সমাবেশে যোগ দেয়ার ছবি ফেসবুকে পোস্ট করে গ্রেফতার ছাত্রদল নেতা তুহিন

জীবননগর ব্যুরো: গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা ঢাকার সমাবেশে যোগ দেয়ার ছবি ফেসবুকে পোস্ট করে গ্রেফতার হয়েছেন উপজেলার মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তুহিন হোসেন (২৬)। জীবননগর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মনোহরপুর থেকে তাকে গ্রেফতার করে। তবে পুলিশ তুহিনকে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, গত ৩১ অক্টোবর জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েনের শহরের বসুতিপাড়াস্থ বাড়ির সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা একত্রিত হয়েছিলো। সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ১২টি মোটরসাইকেল। এসময় পালিয়ে যান কয়েকজন। তাদের মধ্যে মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তুহিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তুহিন মনোহরপুর গ্রামের আব্দুল কাদেরে ছেলে। তুহিনের বিরুদ্ধে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি ও নাশকতার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক পদার্থ ১৯০৮ সালের জেআরএমএন আইনের ৪/৬ ধারায় আসামি করে মামলা দায়েরসহ গতকাল শুক্রবার তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More