গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাইফ নামের এক স্কুলছাত্র এবং ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী গাংনীর বুলু মন্ডল নিহত হয়। নিহত সাইফ হোসেন (১৪) হিজলবাড়ীয়া গ্রামের শাহীন উদ্দীনের ছেলে এবং গাংনীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বুলু মন্ডল (৫৮) গাংনীর চৌগাছা কলেজপাড়ার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হারেজ উদ্দীনের ছেলে। গাংনীর বহুল পরিচিত মুখ ছিলেন বুলু মন্ডল।
জানা গেছে, বিকেলে আবু সাইফ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সাহাবারবাটির দিকে যাচ্ছিলো। হিজলবাড়ীয়া-সাহারবাটি সড়কের আটকবর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে নেয়ার সময় তার মৃত্যু হয়। এদিকে বিকেলে বামন্দী মেয়ের বাড়ি থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন গাংনী কলেজপাড়ার বুলু মন্ডল। পশ্চিম মালসাদহ এলাকায় ব্র্যাক অফিসের কাছে পৌছুলে একটি তেলবাহী ট্রাঙ্কলরি পেছন থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে বুলু মন্ডল রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক ও এক যাত্রী সামান্য আহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনা দুটির বিষয়ে পুলিশ তদন্ত করছে। দুর্ঘটনা কবলিত ট্রাঙ্কলরিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বুলু মন্ডলের মৃত্যুর বিষয়টি এলাকায় ফেলেছে শোকের ছায়া। নানা কাজে আলোচিত এই মানুষটি কবরখোড়ার কাজ করতেন। পাড়া মহল্লায় কেউ মারা গেলে চৌগাছা কবরস্থানে কবর খোড়ার কাজটি স্বেচ্ছায় দায়িত্ব হিসেবেই পালন করতেন তিনি। এছাড়াও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি কয়েকটি দপ্তরের দুর্নীতি প্রতিরোধে বেশ কয়েকবার বসেছেন অনশনে। ফলে সমাজে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার না ফেরার দেশে চলে যাওয়াই অনেকের হৃদয়ে কেটেছে শোকের আচর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More