স্টাফ রিপোর্টার: আগামীকাল শুক্রবার জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও আলমডাঙ্গায় আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেল হত্যা দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে এদিন সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় অর্ধনমিত করা। সকাল সোয়া ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান। কর্মসূচিতে দলীয় ও অঙ্গসংঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি তাদের সুবিধাজনক সময়ে উপরোক্ত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করতে অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় এসব সিন্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্য নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সি শাহাজামাল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মজনুল হক পঁচা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীবুল আলম লালু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন, ২নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, মুছাব আলী, রমজান আলী, খাইরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার আসমানখালি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.