বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ : ২৩ জন যাত্রীকে চুয়াডাঙ্গা কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার: এতদিন বিনা টিকিটের যাত্রীদের শুধু জরিমানা করে ছেড়ে দেয়া হলেও এবার তাদের ১০দিন করে হাজতবাস করতে হবে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে খুলনা-ঈশ্বরদী রুটের ২৩ যাত্রী বেকায়দায় পড়েছেন। এমনি ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। গতকাল রোববার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেল বিভাগের ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ২৩ জন যাত্রীকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালানো ছয়টি ট্রেন হলো, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা (আপ-ডাউন) এক্সপ্রেস ট্রেন, খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ (আপ-ডাউন) ও সাগরদাড়ি এক্সপ্রেস। সাজাপ্রাপ্তরা হলেন-নাটোরের লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী এলাকার আমিনুল শেখের ছেলে মুকুল হোসেন, নীলফামারী জেলার মাঝপাড়া এলাকার হোসেন আলীর ছেলে আরিফ হোসেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শহিদুল ইসলামের ছেলে আলামীন, নাটোরের লালপুর থানাধীন চংখপাইল এলাকার বকতারের ছেলে আশিক, ঢাকার দোহার থানাধীন বারহা দোয়ার এলাকার গফফুর আলীর ছেলে শাইন, ঝিনাইদহের কালিগঞ্জ গ্রামের সানোয়ারের ছেলে আতিকুল, কুষ্টিয়ার মীরপুর থানাধীন উত্তর কাঠদহ এলাকার মিনহাজের ছেলে সুজন আলী, যশোরের দিয়ারা এলাকার মফিজুরের ছেলে বিল্লাল, কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন ইসলামপুর এলাকার আমজাতের ছেলে মামুনী, যশোর জেলার আরএন রোডের মৃত আনারুল হকের ছেলে আমিনুর রহমান, ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে লুৎফর রহমান, খুলনার শেরেবাংলা রোডের সোনাডাঙ্গা এলাকার মৃত শেখ সাইদুল হকের ছেলে জাহিদ হোসেন, যশোর বারোবাজার এলাকার মৃত নিয়ামুল মিয়ার ছেলে কিতাব আলী, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন মুছরিভুজা গ্রামের ফজলুল হকের ছেলে বাবুল আক্তার, পাবনার ঈশ্বরদী গ্রামের মৃত নান্নুর ছেলে রমজান আলী, নাটোরের পুরাতন ঈশ্বরদী গ্রামের আলী হোসেনের ছেলে ইমদাদুল হক, কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাঠদহ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে শিপন, একই এলাকার নুর ইসলামের ছেলে ঝন্টু, রাজবাড়ি জেলার উদয়পুর গ্রামের চাঁনখাঁর ছেলে মিলন, পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ইউসুফ আলী ও মেহেরপুরের গাংনী উপজেলার বানদেবপুর গ্রামের হিসাব আলীর ছেলে এনামুল হক। এছাড়া দুজনকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ হাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তারা হলেন-চুয়াডাঙ্গার গোপালের ছেলে বিষ্ণু ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের নজির খার ছেলে সোহাগ। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত খুলনা-ঈশ্বরদী রেলরুটের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। নাসির উদ্দিন আরও বলেন, খুলনা থেকে ছেড়ে রাজশাহী, ঢাকাগামীসহ একাধিক রুটের ঊর্ধ্বমুখীও নিম্নমুখী আন্তঃনগর ট্রেনে ব্লক চেকিং অভিযান পরিচালনা করা হয়। চেকিংয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩ জন যাত্রীকে আটক করা হয়। পরে রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাড়া, জরিমানা আদায় না করে রেলওয়ে আইন অনুযায়ী ২৩ জনের প্রত্যেক যাত্রীকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, রেলের বিধি অনুযায়ী ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০দিন ও বাকি দুই জনকে একদিন করে কারাদ- দেয়া হয়েছে। এদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, ভাড়া ও জরিমানার বিকল্প হিসেবে এবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণের যাত্রীদের শুধুমাত্র জেল দেয়া হয়েছে। এর ফলে ট্রেনে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা আগের চাইতে আরও কমবে বলে মনে করেন তিনি।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More