কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হরিণাকু-ু উপজেলার কাচারি বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ার মাতব্বরকে আটক করে পুলিশ। অভিযুক্ত মশিয়ার কালীগঞ্জ উপজেলার কাকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে। এ ঘটনায়া ভিকটিমের ছেলে বাদি হয়ে কালীগঞ্জ থানায়া নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ধষণের শিকার নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, গত ৩ সেপ্টম্বর উপজেলার কাকলাশ গ্রামে মশিয়ারের বাড়িতে কাজ করতে যান ওই নারী। এ সময় বাড়িতে কেউ না থাকায় বাড়ির মালিক মশিয়ার ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে মশিয়ার আত্মগোপন করেন। এ সময় অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ভোরে হরিণাকু-ু উপজেলার কাচারি বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ার মাতব্বরকে আটক করে পুলিশ।