আলমডাঙ্গার কালিদাসপুরে নৌকার পক্ষে আফরোজা পারভীনের পথসভা ও উঠোন বৈঠক

 

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভা, উঠোন বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফরোজা পারভীন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে পথসভা শেষে রোকসানা মেম্বারের বাড়িতে উঠোন বৈঠক করেন। উঠোন বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় গণসংযোগ শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় আফরোজা পারভীন বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আবারও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। তিনি বলেন, আমি আপনাদেরই লোক। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং জানেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগাঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক পপি খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতামর্কীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More