বিএনপি সব সময় আন্দোলনের নামে নাশকতা আর আগুনের সন্ত্রাস করে
চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে দিলীপ কুমার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শংকরচন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী উপহারের ছাতা বিতরণ করা হয়। গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের প্রাইমারি স্কুলমাঠে সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে এই সভা ও বিশেষ মোনাজাত এবং ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। সভায় সভাপতিত্ব করেন শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদুর সার্বিক পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জব্বার আলী, শংকরচন্দ্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজল, আনন্দ নুর, কামাল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মসলেম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হলে মুহূর্তে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষ দিলীপ কুমার আগরওয়ালাকে ঘিরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেøাগানে সেøাগানে মঞ্চে নিয়ে যায়। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়নের রোল মডেলে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুয়াডাঙ্গার উন্নয়নও এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আগামীতে এই চুয়াডাঙ্গা উন্নয়নের রোল মডেলের রুপান্তর হতে যাচ্ছে। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর উন্নয়নে আমি গত ১০ বছর ধরে কাজ করছি। আমি এ জেলার সন্তান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। তাই চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর উন্নয়ন এবং স্মার্ট জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ে তুলতে আমি কাজ করছি এবং করবো। দিলীপ কুমার বলেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাটের উন্নয়ন বাড়ছে। এখন মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়ন দেখছি। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠান শেষে সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী উপহারের ছাতা বিতরণ করা হয়।