অনুমোদনহীন ফিজিওথেরাপি সেন্টার বন্ধ রাখার নির্দেশ : জরিমানা
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় একটি ফিজিও থেরাপি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অনুমতি না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার দুপুরে আলুকদিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান-আলুকদিয়া বাজারে ছমির মেডিকেল নামক ফিজিও থেরাপি প্রতিষ্ঠানে তদারকিতে দেখা যায় প্রতিষ্ঠানটির কোনো ধরনের অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানে রোগীদের ফিজিও থেরাপি সেবা প্রদান করে আসছেন এবং রোগীদের ব্যবস্থাপত্র প্রদানের প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন না থাকায় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান এর নির্দেশনা অনুযায়ী অনুমোদন না পাওয়া পর্যন্ত ফিজিও থেরাপি সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এটি যেহেতু একটি সেবামূলক প্রতিষ্ঠান তাই এ প্রতিষ্ঠানে সেবার মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তমাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।