মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মেসার্স আব্দুল আজিজ স্টোরে খোলা সয়াবিন ও পামতেল বিক্রিতে নিষেধাজ্ঞার ব্যাপারে ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। এদিন মেসার্স আব্দুল আজিজ স্টোর নামক প্রতিষ্ঠানের তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স ইব্রাহীম স্টোরকে একই অপরাধ ও ধারায় এক হাজার টাকা, মেসার্স মেজবাহ স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মোখলেসুর এন্ড ব্রাদার্স স্টোরে তদারকিতে পণ্যের মোড়কীকরণ সহ বিধি বহির্ভূত পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের পুলিশের একটি টিম।