মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় গরিব দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, সচিব শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।