স্টাফ রিপোর্টার: সরকার পতনে বিএনপির কর্মসূচি ঘোষণার দিন ‘এক দফা’র ঘোষণা এলো ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা শেখ হাসিনার পদত্যাগ, আর আমাদের এক দফা শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। বিএনপি শেখ হাসিনার কাছে পরাজিত হবে। ভেসে যাবে। এজন্য বিএনপি শেখ হাসিনাকে চায় না। বুধবার নির্ধারিত সময় বিকেল তিনটার আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারও কর্মসূচিতে বাধা দেবে না। আমরা কারও কর্মসূচিতে বাধার কারণ হবো না। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিতে এলে আমরা তা প্রতিহত করবো। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস বা সংলাপ নয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেই নেত্রীর (শেখ হাসিনা) সততাকে পছন্দ করে। তিনি সারারাত জেগে জেগে জনগণের কথা ভাবেন। আমরা এমন নেত্রীকে হারাতে চাই না। তারা (বিএনপি) শেখ হাসিনার কাছে পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চান না। উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে চায় না। তার (শেখ হাসিনার) অপরাধ তিনি উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আজকেও অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন দেখছে। আগেও স্বপ্ন দেখেছিলো, ওই স্বপ্ন গভীর রাতে গরুর হাটে মারা গেছে। এখনকার এক দফার স্বপ্নও নয়া পল্টনের কাদাপানিতে আটকে গেছে। ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে, মোকাবিলা হবে। কোনো অপশক্তির কাছে আমরা আপস করবো না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠে আছেন, থাকবেন। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা-সংবিধানসম্মত নির্বাচন। সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে। বিএনপি বার বার এক দফা দেয়। ২০১৩, ২০১৪ ও ২০১৯ এবং ২০২২ সালের ডিসেম্বরেও বিএনপি এক দফা দিয়েছিলো। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারও তাদের এক দফা ফুটে যাবে। বিএনপির অবস্থা ‘সাপের মতো’ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও তেমনি বার বার খোলস পাল্টায়। বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তারা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরাইলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতে দেবো না। আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। নৌকার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রমাণ পদ্মা সেতু। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে বিজয়ী করা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ