পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেহালা ইউপি চেয়ারম্যান শিলন

 

আলমডাঙ্গা ব্যুরো:  মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাদক ব্যবসায়ীদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন। তাকে জড়িয়ে কামাল নামের এক মাদক ব্যবসায়ী মিথ্যা সংবাদ সম্মেলনে করেছে দাবি করে তিনি গতকাল শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন উল্লেখ করেছেন, গত আড়াই মাস ধরে তিনি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে অনেক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। যে কারণে গড়চাপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি কামাল তার ওপর ক্ষুব্ধ হন। তাকে (চেয়ারম্যান শিলন) সামাজিকভাবে হেয় করার জন্য ও নিজে বাঁচার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, কামালকে তিনি কখনোই হুমকি দেননি। কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার নামে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। যে কারণে তাকে আটকের জন্য পুলিশ খুঁজতেই পারে।

তিনি আরও উল্লেখ করেছেন যেহেতু, তিনি (শিলন) মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সেজন্য কামাল অন্য মাদককারবারীদের সংগঠিত করে তাকে (শিলন) বিপদে ফেলার অপচেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামালসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ কঠোর আইনী পদক্ষেপ নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More