ছাগল চুরির কথা বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা
ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেফতার : পুলিশের সংবাদন সম্মেলন
স্টাফ রিপোর্টার: ছাগল চুরির কথা বলে ডেকে নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের পাট ক্ষেতে সাকিব আহম্মেদকে জবাই করে হত্যার ঘটনায় মনির মোল্যা ওরফে আশরাফুল মোল্যা (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাকিব (১৭) ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা-ফুলবাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে। সে ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে নানা ওসমান লস্কারের বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান সংবাদ সম্মলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গত ৩ জুলাই সোমবার সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের পাট ক্ষেতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে সদর থানায় একটি মামলা হয়। ৫ জুলাই মরদেহটি শাকিল আহমেদের বলে শনাক্ত হয়। এরপর তদন্তে জানা যায়, শনিবার ১ জুলাই নিহত সাকিবের সাথে মনির মোল্যা ওরফে আশরাফুল মোল্যার ঘুরতে দেখেছে স্থানীয়রা। এ তথ্যের ভিত্তিতে মনির মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকান্ডের কথা স্বীকার করে। আসামি মনির মোল্যা ওরফে আশরাফুল মোল্যা যশোর বাবলাতলা গ্রামের গাফফার মোল্যার ছেলে। ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলো।
পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান জানান, গ্রেফতার আসামির জবানবন্দীর ভিত্তিতে জানতে পারি গত ৪-৫ মাস আগে উদয়পুর গ্রামে দুটি মোবাইল চুরি হয়। সাকিব গ্রামে বলে মনির মোবাইল চুরি করেছে। এরপর মনির এলাকা ছেড়ে কিছুদিন গা ঢাকা দেয়। মোবাইল চুরির বিষয়টি কিছুটা শিথিল হলে আসামি এলাকায় ফিরে আসে। সেই থেকে সাকিবের ওপর আসামির ক্ষোভ সৃষ্টি হয়। মনে মনে সাকিবকে হত্যা করার প্লান করে মনির। পূর্বের রাগের প্রতিশোধ নেয়ার জন্য আসামি মনির তার পরিকল্পনা অনুযায়ী ছাগল চুরির কথা বললে সাকিব রাজি হয়। ঘটনার দিন দুপুরে আসামি বাড়ি থেকে একটি দা এনে শহরের বিসিক এলাকার একটি দোকানের নিচে লুকিয়ে রাখে। ওইদিন গভির রাতে সাকিব বিসিক মোড়ে আসে। আসামি বিসিক মোড় থেকে একটি ব্যাগে করে দা, দুই প্যাকেট বিস্কুট, এক বোতল পানি, সিগারেট, কাইচি নিয়ে বাই-সাইকেলে তারা দুজন আড়ুয়াকান্দি গ্রামে একটি পাটক্ষেতে যায়। তারা আলোচনা করে রাত গভীর হোক, তারপর ছাগল চুরি করতে যাবে। সেখানে তারা গাঁজা খায়। সাকিব গাঁজা খেয়ে ঘুমিয়ে পড়লে আসামি মনির দা দিয়ে সাকিবকে কুপিয়ে গলাকেটে হত্যা করে চলে যায়। তার জবানবন্দি মোতাবেক হত্যাকা-ে ব্যবহৃত দা, গামছা, লুঙ্গি জব্দ করে পুলিশ। অসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।