ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মাঠে একটি পাটক্ষেত থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে জিনস প্যান্ট ও ছাই রঙের একটি গেঞ্জি ছিলো। ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানাসহ পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘাস কাটতে গিয়ে গ্রামবাসী লাশটি দেখতে পায়। তারপর তারা পুলিশকে খবর দেয়। লাশটি কমপক্ষে ২-৩ দিন আগের। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। মাথা ও ধড় আলাদাভাবে একই জায়গায় পড়ে আছে। লাশের ২০ গজ দূরে সিগারেট, বিস্কুটসহ যৌন কাজে ব্যবহার্য বেশকিছু সরঞ্জামও পড়ে আছে বলেও তারা জানায়।
ওসি সোহেল রানা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আড়–য়াকান্দী গ্রামের উত্তরপাড়ার বাবু নামক ব্যক্তির পাট ক্ষেতের আইলের পাশেই লাশটি পড়েছিলো। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। সে কারণে ধারণা করা হচ্ছে লাশটি দুই-তিন দিন আগের। লাশের কয়েক গজ দুরে আমরা কিছু সিগারেট, বিস্কুটসহ নেশা ও যৌনকাজে বাবহার্য সরঞ্জাম উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশের ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে। কি কারণে এমন হত্যাকা- হতে পারে তা তদন্তের পরেই বলা যাবে। ওসি আরও জানান, আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে নারীঘটিত কোনো কারনে তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।